kidarkar

মুক্তাগাছায় সিএনজি-নসিমনের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হত ২

বাংলাদেশ

নাহিদ হাসান | ০২ Jun ২০২১, বুধবার | সর্বশেষ আপডেট: ০৩:৫২ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় সিএনজি-নসিমনের সং’ঘর্ষে দুই’জন নিহ’ত হয়েছেন। এ ঘটনায় আহত’ একজনকে প্রাথমিক চি’কিৎসা দেয়া হয়েছে মঙ্গলবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে জামালপুর-মুক্তাগাছা সড়কে এই দুর্ঘ’টনা ঘটে।

নিহ’তদের একজনের নাম মারুফ (২১)। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার বাসিন্দা। নিহ’ত অপরজনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলি’শ।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ও’সি দুলাল আক’ন্দ বলেন, বিকেলে মুক্তাগাছা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশে রওনা হয়। সিএনজিটি পথিমধ্যে চেচুয়া ভাবকীড় মোড় পার হতেই বিপরীত থেকে আসা মালবোঝাই নসিমনের সঙ্গে সংঘ’র্ষ হয়।

এতে সিএনজির এক পুরুষ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আ’হত দুইজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকি’ৎসা দেয়। পরে অবস্থার অবন’তি হলে

ওই দুইজনের মধ্যে গুরু’তর আ’হত মারুফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হা’সপাতালে স্থানা’ন্তর করা হয়। পরে সেখানে সন্ধ্যার পর তিনি মা’রা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুম’ড়ে-মুচ’ড়ে যাওয়া সিএনজি ও নসিমন গাড়ি দুটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

  • *
  • এই বিভাগের সর্বাধিক পঠিত

    আরও খবর

    kidarkar