kidarkar

মিয়ানমা’রে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে!

বিশ্ব

নাহিদ হাসান | ০১ ফেব্রুয়ারী ২০২১, সোমবার | সর্বশেষ আপডেট: ০২:১০ অপরাহ্ন

মিয়ানমা’রের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন ভাইস প্রেসিডেন্ট মিন্ট সোয়ে। ক্ষ’মতা গ্রহণের পরই এক বছরের জ’রুরি অবস্থা ঘো’ষণা করেন তিনি। খবর এএফপির। সোমবার ভোরে দেশটির রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষ’মতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ দলের শী’র্ষ নেতাদের আ’টক করে সে’নাবা’হিনী ।

গেল বছরের ৮ নভেম্বরের সাধারণ নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বড় জয় পায়। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২২টি আসন, যদিও এনএলডি ৩৪৬টি পায়। এদিন নব-নির্বাচিত সংসদের প্রথম অধিবেশন হবার কথা ছিল।

তার আগেই সে’নাবা’হিনী ক্ষ’মতা নিজেদের পক্ষে নিলো। এদিকে রাজধানী নিপিডসহ প্রধান শহর শহরগুলোতে মোবাইল ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ বি’চ্ছিন্ন করে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্র’চারও ব’ন্ধ রয়েছে।

তার আগেই সে’নাবা’হিনী ক্ষ’মতা নিজেদের পক্ষে নিলো। এদিকে রাজধানী নিপিডসহ প্রধান শহর শহরগুলোতে মোবাইল ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ বি’চ্ছিন্ন করে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্র’চারও ব’ন্ধ রয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

  • *
  • এই বিভাগের সর্বাধিক পঠিত

    আরও খবর

    kidarkar