kidarkar

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে মিলল সুখবর

খেলাধুলা

জাহিদ হাসান | ০৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার | সর্বশেষ আপডেট: ০৫:০৪ অপরাহ্ন

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ দল। যার ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ভারত।

আর এই ম্যাচ নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মাহা’ গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলে আঘাত হানার কথা ছিল। ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। আর সেই শঙ্কা বেড়ে যায় গতকাল।

ম্যাচের আগের দিন মানে গতকাল সন্ধ্যা থেকে শুরু হয় ঝড় আর বৃষ্টি। প্রায় ঘণ্টা-খানেক ধরে চলে এই তাণ্ডব। আজও বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে আজ রাজকোটের আকাশে নেই কোনো মেঘের আনাগোনা। যার ফলে আশা করা যাচ্ছে নির্ধারিত সময়েই শুরু হবে ম্যাচ।

উল্লেখ্য, আজকের ম্যাচটি জিততে পারলে প্রথমবারের মত ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

  • *
  • এই বিভাগের সর্বাধিক পঠিত

    আরও খবর

    kidarkar