স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টিতে জয় পেয়েছে টাইগাররা।
আগামী ৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। আর এই ম্যাচের আগে বাংলাদেশ দলকে পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। বাংলাদেশকে নিজেদের খেলায় বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের নিজেদের খেলার ওপর বিশ্বাস রাখা প্রয়োজন। যেভাবে তারা প্রথম ম্যাচ খেলেছে সেটার ওপর বিশ্বাস রাখতে হবে। উদ্বোধনী জুটি ভালো ছিল, মিডল অর্ডার খুবই শক্তিশালী। উইকেট হারানোর পর চাপ নিতে দেখা যায়নি তাদের।’