সাভারের ছায়াবিথি এলাকায় নিজের ১১ বছরের মেয়েকে ধ’র্ষ’ণের অভিযোগ উঠেছে বাবা মো. সোহেল রানার (৩৬) বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে সোহেল রানা পলা’তক রয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ধ’র্ষ’ণের অভিযোগে মাম’লা দায়ের করা হয়। শিশুটির মা আসমা আক্তার (৩০) বাদী হয়ে স্বামী সোহেল রানাকে প্রধান আসামি করে নারী ও শিশু নি’র্যা’তন দম’ন আইনে মাম’লা দায়ের করেছেন। এদিকে ধ’র্ষণের শিকার শিশুটিকে উ’দ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রা’ইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ গণমাধ্যমকে বলেন, নি’র্যাত’নের শিকার ওই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখন পর্যন্ত কথা বলতে পারছেন না। মেডিকেল বোর্ড গঠন করে ভু’ক্তভোগীর অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি। এছাড়া আ’সামিকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযা’ন চলছে।