kidarkar

শ্রী দেবী কন্যার নতুন ভিডিও ভাইরাল

বিনোদন

রানা মিয়া | ০২ নভেম্বর ২০১৯, শনিবার | সর্বশেষ আপডেট: ১১:০৩ পূর্বাহ্ন

নিজের প্রথম সিনেমা ‘ধাড়াক’ এ অভিনয় করেই আলোচনায় আসেন শ্রী দেবী কন্যা জাহ্নবী কাপুর। শুধু অভিনয় নয় ব্যক্তি জীবনে নিজের উদার মনোভাব দিয়েও আলোচনায় আসেন প্রায়। এবার নতুন এক ভিডিও দিয়ে আলোচনায় এলেন জাহ্নবী। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মুম্বাইয়ের বান্ড্রার একটি সেলুনে যান জাহ্নবী কাপুর। এই সময় তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এক পথশিশু। গাড়ি থেকে নেমে শিশুটির মাথায় হাত বুলিয়ে দেন তিনি। তারপর গাড়ির ভেতর থেকে নিজের জন্য রাখা বেশ কিছু বিস্কুট ও চকলেট বের করে ওই শিশুর হাতে তুলে দেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওর কমেন্ট বক্সে সবাইকে এই অভিনেত্রীর প্রশংসা করতে দেখা যায়।

এর আগেও পথশিশুদের সাহায্য করে বেশ প্রশংসিত হয়েছিল জাহ্নবী। একবার জিমে যাওয়ার সময় এক পথশিশু তার কাছে বই বিক্রি করতে চাইলে, তাকে সহযোগীতা করেছিলেন। ওই সময় নিজের কাছে টাকা না থাকায়, নিজের গাড়ি চালকের কাছ থেকে টাকা নিয়ে তা ওই শিশুর হাতে তুলে দেয় জাহ্নবী। জাহ্নবী কাপুর বহুবার খোলামেলা ছবি ও প্রেমের গুঞ্জনের মাধ্যমে আলোচনায় এসেছেন। নতুন এই ভিডিওতেও ভিন্ন এবং আঁটসাঁট পোশাকে দেখা যাচ্ছে তাকে। তবে মানুষ তাকে ভালবাসছেন তার সুন্দর মনের জন্য।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

  • *
  • এই বিভাগের সর্বাধিক পঠিত

    আরও খবর

    kidarkar