রাজধানীর রূপনগরে সিলিণ্ডার বিস্ফোরণের ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ। বিস্ফোরণে হাতের দুইটি আঙ্গুল ও পায়ের কিছু মাংস হারিয়ে আবু সাঈদ বর্তমানে পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তিনি বলেন, ‘এটা তো (সিলিন্ডার বিস্ফোরণ) একটা দুর্ঘটনা, আমি তো ইচ্ছা করে দুর্ঘটনা ঘটাইনি। ইচ্ছা করে হলে শাস্তি মানা যেত। শুনলাম অনেকে মারা গেছে, অনেকে অসুস্থ আছে, আমি চাই সবাই সুস্থ হোক। সবার কাছে আমি ক্ষমা চাই এবং সবাই সুস্থ হয়ে যাক।
সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবু সাঈদ বলেন, ‘সাভারে আমার এক চাচার কাছ থেকে এ ব্যবসা (গ্যাস বেলুন বিক্রি) শিখেছি। ১৫ দিন ধরে আমি এ ব্যবসা করছি। স্বাভাবিকভাবে যেভাবে বেলুনে গ্যাস ভরা হয় কালও (বুধবার) একইভাবে ভরেছি। এমন বিস্ফোরণ হবে কল্পনাও করতে পারিনি। বিস্ফোরণের পর ৫ মিনিট আমার কোনো জ্ঞান ছিল না।’
তিনি আরও বলেন, ‘জ্ঞান ফিরলে প্রথমে আমার বাসায় যাই, তারপর ইসলামিয়া হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করাই। তারা ভর্তি না নিয়ে আমাকে পঙ্গুতে (পঙ্গু হাসপাতাল) পাঠায়, সেখান থেকে রাতে ঢাকা মেডিকেলে পাঠায়।’