সাকিবকে ছাড়া বাংলাদেশ দলের বর্তমান অবস্থা নিয়ে কথা বললেন : সৌরভ
খেলাধুলা

এবারই প্রথমবর কলকাতার ইডেন গার্ডেনসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আর টেস্টটিকে স্মরণীয় করে রাখতে দিবারাত্রির টেস্ট আয়োজন করতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কলকাতাতেই প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ।
এদিকে সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়ার ঘটনায় অস্থির বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে জুয়াড়ির অনৈতিক প্রস্তাব না জানানোর জন্য এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব।
সাকিববিহীন বাংলাদেশ ভারতে কেমন করবে? প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোয় টেস্ট খেলতে কি মুশফিক-মাহমুদউল্লাহ-মুমিনুলরা সমস্যায় পড়বেন না!
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অবশ্য এসব আমলেই নিচ্ছেন না, ‘আমার মনে হয় না, সাকিবের না থাকায় বাংলাদেশের বিশেষ সমস্যা হবে। সাকিব ছাড়াও ওদের দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। ওরা ঠিকই মানিয়ে নিতে পারবে।’
এদিকে ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলে টেস্ট খেলতেও রাজী হওয়াতে বিসিবিকে তাই ধন্যবাদ দিতে ভুল হয়নি সৌরভের, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অল্প দিনের মধ্যে তারা দিবা-রাত্রীর টেস্ট খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এটা সত্যিই অসাধারণ হবে। আমি মনে করি, টেস্টকে এগিয়ে নিতে এর বিকল্প নেই।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েই দিবা-রাত্রীর টেস্ট আয়োজন করছেন সৌরভ। কিন্তু কেন?
সৌরভ বলেন, এটা কমন সেন্স থেকেই করছেন তিনি, ‘অনেক বছর ক্রিকেট খেলেছি আমি। ক্রিকেটের জন্য কোনটা ভালো সেটা আমি বুঝি। আমার কাজই ক্রিকেটের জন্য ভালোটা করা। সেজন্যই আমি এই পদে বসেছি। আশা করছি, এই সিদ্ধান্ত টেস্ট ক্রিকেটে আবার দর্শক ফিরিয়ে আনবে। টেস্ট ক্রিকেটকে এক ধাপ এগিয়ে দেওয়ার এটাই সুযোগ। এজন্য আমি কোহলিকেও ধন্যবাদ জানায়।’