কারও হাত-পা নেই, কারও পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে
বাংলাদেশ

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শি’শুর মৃ’ত্যু হয়েছে। এই দুর্ঘ’টনায় আরও চারজন গুরুতর আ’হত হয়েছে বলে জানা গেছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে এই দুর্ঘ’টনা ঘটে। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
নি’হতরা হলেন- নূপুর, জান্নাত, শাহীন, রমজান ও ফারজানা। নি’হত দুই জনের লা’শ সোহরাওয়ার্দী হাস*পাতালে রাখা হয়েছে।
জরুরি সেবা ৯৯৯ ও পু’লিশ কর্মক’র্তাদের কাছ থেকে ফোন পেয়েই ঢাকা মহানগর অ্যামুলেন্স অ্যাসোসিয়েশনের এক কর্মক’র্তা ঘটনাস্থলের বর্ণনায় বলেন, ‘কারও হাত নেই, কারও পা নেই, কারও নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। কারও চেহারা ঝলছে গেছে। ছোপ ছোপ কালচে তা’জা র’ক্ত রাস্তায় গড়াচ্ছে। আনুমানিক ৬-১৪ বছর বয়সী ১০-১২ জন ক্ষুদে শি’শু মাটিতে লুটিয়ে পড়েছিল। উফ! বীভৎস ও ম’র্মা’ন্তিক সেই দৃশ্য দেখে বুক আঁতকে ওঠে।’
ফায়ারসার্ভিস সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্ম’দ রাসেল বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শি’শুর মৃ’ত্যুর খবর পাওয়া গেছে। আ’হত আছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আছে।