ছোট্ট একটি পুকুর। সেই পুকুরে রহস্যময় কারণে ডুবে যায় কিশোরী। সেখান থেকে উদ্ধার হয় লাশ। শিগগিরই মুক্তি পাচ্ছে ‘হৈচৈ অরিজিনালস’-এর নতুন ওয়েব সিরিজ ‘পাপ’। এর ট্রেলারে দেখা গেল রহস্য রোমাঞ্চে ভরা একটি গল্প।
ট্রেলারে জিইয়ে রাখা একাধিক রহস্য ও খুনের কিনারা হবে ২ অক্টোবর। ওই দিন থেকেই হৈ চৈ অরিজিনালসে দেখা যাবে নতুন ওয়েব সিরিজ ‘পাপ’। ওয়েব সিরিজে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন পূজা বন্দ্যোপাধ্যায়।
‘পাপ’-এর হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন পূজা। শুক্রবারই ‘পাপ’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা রজত গঙ্গোপাধ্যায়, সোনালী গুপ্তা, অনন্যা সেনগুপ্ত, অভ্রজিৎ চক্রবর্তী, ইন্দ্রজিৎ চক্রবর্তী, আর জে রূপসা, সোলাঙ্কি রায়, ভাস্কর চট্টোপাধ্যায়, মিঠু চক্রবর্তী প্রমুখ।