ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য গোপন করায় মঙ্গলবার (২৯ অক্টোবর) আইসিসির কাছ থেকে ২ বছরের নিষে’ধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেই সুযোগে সাকিবকে কটাক্ষ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ক্রিকেটের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।
পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার সাকিবের নিষে’ধাজ্ঞার খবরটি শোনার পরই টুইট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।
রমিজ রাজা তার টুইটে লিখেছেন, ‘সাকিব আল হাসানের এ নিষে’ধাজ্ঞা ক্রীড়াপ্রেমী এবং খেলোয়াড় সবার জন্য একটা শিক্ষা : যদি আপনি খেলাটাকে অসম্মান করেন এবং আরোপিত নিয়ম-নীতির তোয়াক্কা না করে খেলাটার চেয়ে নিজেকে বড় করার চেষ্টা করেন, তবে চমৎকার একটি পতনের জন্য তৈরি থাকুন। দুঃখজনক।’
‘চমৎকার পতন’ কথাটি লিখে রমিজ রাজা যেন তার মনের খুশিকেই তুলে ধরেছেন। ব্যাপারটা এমন, অনেক দিন ধরে এমন সুযোগই তো খুঁজছিলাম। এখন ভালো হলো তো!