ক্লাসে শিক্ষার্থীদের পড়াতে পড়াতে হঠাৎ করেই মেঝেতে ঢলে পড়লেন শিক্ষক। দ্রুত নেওয়া হলো হাস*পাতালে। কিন্তু হাস*পাতালে নেওয়ার আগেই তার মৃ’ত্যু হয়।
মঙ্গলবার লালমনিরহাট সদর উপজে’লার রাজপুর ইউনিয়নের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সহকারী শিক্ষক তপন কুমা’র রায় বলেন, প্রধান শিক্ষক জিয়াউল হক (৫১) পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। হঠাৎ করেই মেঝেতে ঢলে পড়েন। দ্রুত লালমনিরহাট সদর হাস*পাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মা’রা গেছেন।
সদর উপজে’লা প্রাথমিক শিক্ষা কর্মক’র্তা রমজান আলী জানান, প্রতিদিনের ন্যায় সকালে ক্লাসে পাঠদান করছিলেন শিক্ষক জিয়াউল হক নয়ন। এ সময় হঠাৎ অ’সুস্থ হলে সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত সদর হাস*পাতালে নেয়; কিন্তু হাস*পাতালে নেওয়ার আগেই তিনি মা’রা যান।