রবিবার (২৭ অক্টোবর/১৯ ) সকালে চি’প জু’ডিশিয়াল ম্যা’জিস্ট্যাটদের নিতে আসা মাই’ক্রোবাসের চা’পায় খা’গড়াছ’ড়ি শহরের টিএন্ডটি গে’ইট এ’লাকায় দে’ড়বছরের এক শিশু মা’রা যায় । নি’হত রুপসানা আক্তার রা’ফি টিএন্ডটি গে’ইট এ’লাকার শেখ ফরিদ বা’দলের মেয়ে।
প্রত্য’ক্ষদর্শী ইব্রাহিম জানান, সকালে বাড়ির পাশের রাস্তার উপর শি’শুটি খেলছিলো। এ সময় ম্যা’জিস্ট্রেটকে বাসা থেকে নিতে আসা গাড়িটি শি’শু রাফিকে ধা’ক্কা দিলে শি’শুটি মাথায় গু’রুত’র আ’ঘাত পায়। আহ’ত শি’শুটিকে খা’গড়াছ’ড়ি সদর হাসপাতালে নিলে দায়ি’ত্বরত চিকিৎসক তাকে মৃ’ত ঘো’ষণা করেন। চা’লকের অস’তর্কতার কারণেই শি’শু রাফির মৃ’ত্যু হয়েছে বলে জানা যায়। ঘ’টনার পর থেকে গা’ড়ি চা’লক প’লাতক রয়েছে।
খা’গড়াছ’ড়ি সদর থানার ওসি আব্দুর রশিদ ঘটনার স’ত্যতা স্বী’কার করে জানান, একটি সরকারি গা’ড়ির সাথে ধা’ক্কা লে’গে মাথা আ’ঘাত পেয়ে এক শি’শুর মৃ’ত্যু হয়েছে। এ ঘট’নায় শি’শুটির পরিবার মা’মলা না করলে পুলিশের প’ক্ষ থেকে মা’মলা দা’য়ের করা হবে।