ম’সজিদে স্বেচ্ছায় শ্রম দিতে গিয়ে কলেজছাত্রের মৃ’ত্যু
বাংলাদেশ

রংপুরে নির্মাণাধীন একটি ম’সজিদে স্বেচ্ছায় শ্রম দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্না মিয়া (২২) নামে এক কলেজছাত্রের মৃ’ত্যু হয়েছে। রোববার বিকেলে নগরীর নিউ আদর্শপাড়া আলমগীর জামে ম’সজিদের দ্বিতীয় তলার ছাদে এ দুর্ঘ’টনা ঘটে।
নি’হত মুন্না একটি বেসরকারি ডিপ্লোমা কলেজের ইলেকট্রিক বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। তিনি পীরগাছা উপজে’লার কদমতলা মনুছড়া গ্রামের রফিকুল ইস’লামের ছেলে।
স্থানীয় ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু জানান, রোববার বিকেল পৌনে ৫টার দিবে নিউ আদর্শপাড়ায় নির্মাণাধীন আলমগীর জামে ম’সজিদে বিদ্যুৎ সংযোগের কাজে স্বেচ্ছায় শ্রম দিতে আসা মুন্নাসহ আরও বেশ কয়েকজন কাজ করছিলেন। হঠাৎ করে ম’সজিদের ছাদের কোল ঘেঁষে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে মুন্না মা’রা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নি’হতের ম’রদেহ উ’দ্ধার করে।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম বলেন, নি’হত মুন্না মিয়া নগরীর রাধাবল্লভ এলাকায় থেকে পড়াশুনা করতেন। ম’সজিদের নির্মাণ কাজে স্বেচ্ছায় শ্রম দিতে গিয়ে দুর্ঘ’টনায় তার মৃ’ত্যু হয়েছে। আম’রা বিদ্যুতের তারে ঝুলে থাকা অবস্থায় তার ম’রদেহ উ’দ্ধার করে স্থানীয় কাউন্সিলরের কাছে হস্তান্তর করেছি।