আসন্ন ভারত সফরের আগে জাতীয় দলের ক্রিকেটারদের দুই দলে ভাগ হয়ে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে প্রস্তুতি ম্যাচ। এদিন ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে লাল দল। ব্যাট হাতে ব্যর্থ মুশফিক প্যাভিলিয়নের ফেরেন দলীয় ২৮ রানে।
আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথেই বিপত্তি, ঠিক যখনই ঢুকবেন তখন গ্র্যান্ড স্ট্যান্ড থেকে একজন দর্শক গালি দেন মুশফিককে। যা দৃষ্টি এড়ায়নি উইকেট কিপার এই ব্যাটসম্যানের। এ সময় গ্র্যান্ড স্ট্যান্ডে উপস্থিত নিরাপত্তা কর্মীদের মুশফিক অনুরোধ করেন ওই গালি দেওয়া দর্শককে ধরে রাখার। এরপর তাড়াহুড়ো করে মুশফিক নিজেই দ্রত সীমানা প্রাচীর টপকে ঢুকে পড়েন গ্র্যান্ড স্টান্ডে।
এ সময় অনেকটা মারমুখী ভঙ্গিতেই তেড়ে যান ওই দর্শকের দিকে। সেখানে উপস্থিত অন্য দর্শক ও সাংবাদিকদের অনুরোধে নিজেকে নিয়ন্ত্রণ করেন মুশফিক। এরপর কিছু কড়া কথাও শুনিয়ে দেন ওই দর্শককে। পরে নিরাপত্তা কর্মীরা টানা হেঁচড়া করে মাঠের বাইরে নিয়ে যান ওই দর্শককে।