ঘর নেই, শিক্ষার্থী নেই তবুও এমপিওভুক্ত!
বাংলাদেশ

নতুন করে ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এপিওভুক্ত করেছে সরকার। যার মধ্যে একটি হলো পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার সন্দেশ দিঘী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এমপিওভুক্ত হলেও ওই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বসার মতো কোনো জায়গা নেই, নেই প্রয়োজনীয় শিক্ষার্থী ও পরীক্ষার ফল।
এমপিও নীতিমালা ২০১৮ অনুসারে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থী প্রয়োজন ৪০ জন এবং পাসের হার থাকতে হবে ৭০ শতাংশ। কিন্তু এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী শেষ ৩ বছরে নেই বললেই চলে। ২০১৬ সালে ২ জন, ২০১৭ সালে ৫ জন এবং ২০১৮ সালে ১৩ জন। আর পাসের হার গড়ে ৩৬ শতাংশ।
এমন একটি প্রতিষ্ঠান কীভাবে এমপিওভুক্ত হলো তা নিয়ে পঞ্চগড় জুড়ে শুরু হয়েছে নানা রকম সমালোচনা। যেখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মান ও শিক্ষার্থী ভালো থাকার পরেও এমপিও পায়নি। সেখানে এই প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়ে সরকারের লোকসান ছাড়া লাভ নেই বলে মনে করছেন সর্বসাধারণ।
এ বিষয়ে পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার বলেন, ‘এমপিওভুক্তিতে তাদের কোনো হাত নেই। এটা মন্ত্রী ও সচিবদের বিষয়।’