
পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার মূল্য হ্রাস পেয়েছে।
সারাদিন অ’পেক্ষার পরেও কোনো চামড়া ক্রেতা মেলেনি। এ অবস্থায় পশুর মূল্যবান চামড়া মাটিতেই পুতে ফেলছেন কোরবানিদাতারা।
উত্তরাঞ্চলের নীলফামা’রী জে’লাতে সোমবার (১২ আগস্ট) ঈদুল আজহার দিনে এমন ঘটনা ঘটেছে।
কোরবানিদাতারা বলছেন, ক্রেতা না মেলায় বাধ্য হয়ে অনেকে মাটিতে গর্ত করে গরু ও খাসির চামড়া পুঁতে ফেলতে হচ্ছে। সৈয়দপুর, ডোমা’র, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজে’লাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।