শীত জেঁকে বসার আগেই আমাদের ত্বকে তার রুক্ষতার ছাপ পড়তে শুরু করেছে। ত্বক হারাতে শুরু করেছে তার স্বাভাবিক সতেজতা। আর তাইতো ত্বক ময়েশ্চারাইজড করতে প্রয়োজন হবে গ্লিসারিন, বডি ওয়েল, ফেস ক্রিম, লোশনের মতো নানা কিছুর। তাতে খরচও পড়বে প্রচুর।
কেনা প্রসাধনী সবসময় যে সেসব আপনার ত্বক সুন্দর রাখবে তাও কিন্তু নয়। যদি নকল প্রসাধনী হয় তবে আপনার ত্বকের বারোটা বাজতে সময় লাগবে না। তাই কম খরচে একেবারেই নিরাপদ একটি উপায় বেছে নিতে পারেন। সেজন্য আপনার লাগবে তিনটি উপাদান-
১) গ্লিসারিন- ৫ ফোঁটা
২) গোলাপজল- ২০ মিলিলিটার
৩) লেবুর রস- একটা আস্ত লেবু।
যেভাবে তৈরি করবেন- তিনটি জনিস একসঙ্গে মিশিয়ে একটি কাচের শিশিতে রেখে দিন। ফ্রিজে রাখলে ভালো হয়। বেশি ভালো ফল চাইলে, এই মিশ্রণের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপস্যুল মিশিয়ে নিতে পারেন। প্রতিদিন অল্প অল্প করে এই মিশ্রণ মুখে মেখে নিন। শুষ্কভাব কেটে গিয়ে আপনি হয়ে উঠবেন ঝলমলে। যারা মেকআপ ব্যবহার করেন, মেকআপ তুলে ফেলার পরে এই মিশ্রণ মুখে স্প্রে করে মুখ মুছে নিন। উপকার পাবেন।