বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। রবিবার ৫ টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব গভীর শোক প্রকাশ করেছেন।
তরিকুল ইসলামের ছেলে ও বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তরিকুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোর শহরে। তিনি দুই পুত্র সন্তানের জনক। স্ত্রী নারর্গিস ইসলাম তার অন্যতম রাজনৈতিক সহযোদ্ধা। তিনি যশোর সরকারি সিটি কলেজে বাংলা বিভাগের উপাধ্যাক্ষ পদে দায়িত্ব পালন করেছিলেন।
চারদলীয় জোট সরকারের আমলে তথ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তরিকুল ইসলাম।