সারাদেশে চলমান ধর্মঘটের দ্বিতীয় দিন ব্যক্তিগত যানবাহনের চালকদের বিভিন্নভাবে হয়রানি করছেন পরিবহন শ্রমিকরা। গতকাল দেশের বিভিন্ন জায়গায় চালকদের মুখে পোড়া মোবিল বা কালি মেখে দেন শ্রমিকরা। আজ আবার দেখা যায় চালকদের কাল ধরে উঠবস করতে বাধ্য করছেন তারা। তবে যারা এই ধরনের কাজ করছে তারা দুষ্কৃতকারী। তারা আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা।
সোমবার রাজধানীর যাত্রাবাড়ী ও শনির আখড়ায় বিভিন্ন ধরনের ব্যক্তিগত যানবাহনের চালকদের কান ধরে উঠবস করাতে দেখা যায়। সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন চালকদের গাড়ি থেকে নামিয়ে উঠবস করতে বাধ্য করে তারা। তবে আন্দোলন ডাকা সংগঠনের নেতারা বলছেন, দুষ্কৃতকারীরাই এমন ঘটনা ঘটাচ্ছে। যারা আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায় তারাই এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে।.
উল্লেখ্য, আট দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা শ্রমিক ৪৮ ঘণ্টা ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে আজ। এর আগে রবিবার রাজধানীতে সাধারণ যাত্রী, মোটরসাইকেল চালক ও প্রাইভেটকার চালকদের মুখে পোড়া মবিল মাখিয়ে দেওয়া ঘটনা ঘটে।
হয়রানির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘আমরা পুলিশ কমিশনারকে বলে দিয়েছি এমন আপত্তিকর ঘটনা যারা ঘটাচ্ছে পুলিশ যেন তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেয়। আইনগত ব্যবস্থা নিক। গতকাল যারা যাত্রী ও সাধারণ চালকদের মুখে পোড়া মবিল মাখিয়েছে তাদের দুই জনকে বহিষ্কার করেছি।’