ক্রিকেটে এমন স্কোর কার্ড কখনও দেখেছে কেউ? বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার আগে মিয়ানমার ১০.১ ওভারে মাত্র নয় রান তুলতেই আট উইকেট হারায়।
ছয়জন ব্যাটসম্যান আউট হন শূন্য রানে। মালয়েশিয়ার পাভানদীপ সিং চার ওভারে পাঁচ উইকেট নেন মাত্র এক রান দিয়ে। খবর ক্রিকইনফোর।
মালয়েশিয়াকে নতুন লক্ষ্য দেয়া হয় আট ওভারে ছয় রানের। প্রথম ওভারেই দুই ওপেনারকে হারায় তারা শূন্য রানে।
পাঁচ রান করার পর সুহান আলাগারাথনাম ম্যাচের একমাত্র ছক্কা মেরে নিজেদের জয় নিশ্চিত করেন। কোনো চার হয়নি।
ম্যাচটি ছিল আইসিসি বিশ্ব টি ২০ এশিয়া অঞ্চলের বাছাইপর্বের। মঙ্গলবার কুয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দু’দল মিলে করেছে ২০ রান। মিয়ানমার ৯/৮। মালয়েশিয়া ১১/২। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে মালয়েশিয়া জয়ী হয় আট উইকেটে।