রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনের ল্যাপটপ মেলা। এই মেলায় সাশ্রয়ী দামের ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে আইলাইফ। প্রতিষ্ঠানটি মাত্র ২০ হাজার টাকায় সম্পূর্ণ কনভার্টিবল ল্যাপটপ বিক্রি করছে।
হালকা ও পাতলা গড়নের এই ল্যাপটটি ভাঁজ করে ট্যাবের মত ব্যবহার করা যায়। ল্যাপটপটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এতে টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
ল্যাপটপটিতে রয়েছে, ইনটেল কোয়াড কোর প্রসেসর এবং ১৩.৩ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ২ জিবি র্যামের এই ল্যাপটপে ৩২ জিবি স্টোরেজ রয়েছে। স্টোরেজ বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে।
ল্যাপটপটিতে নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার। এছাড়া ল্যাপটপটিতে জেনুইন উইন্ডোজ ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটির প্রকৃত মূল্য ২৪ হাজার টাকা। মেলায় এটি ৪ হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।