মোজার গন্ধ যে কতটা বিব্রতকর তা একমাত্র ভোক্তভুগিরাই জানে। বাইরে বেরোতে গেলেই জুতার প্রধান অনুষঙ্গ মোজা জোড়া নিয়ে বিপদে পড়তে হয়। কেননা পা ঘেমে জুতার সাথে মোজার অবস্থাও নাজেহাল। চিটচিটে মোজা জোড়ায় আর পা গলানোর ইচ্ছাই থাকে না। তাই বলে মোজা তো আর বাদ দেয়া যাবে না। অনেকেই পারফিউম বা পাউডার দেন জুতার ভেতর, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। তাহলে কি এই বিরক্তিকর ব্যাপার থেকে মুক্তির কোন উপায় নেই?
১) বাইরে থেকে ফিরে গরম পানিতে ভালো করে পা ধুয়ে নিন। সামান্য লবণ মিশিয়ে নিন পানিতে। পা ঘষে নিন স্ক্রাবার দিয়ে। আঙুলের মাঝগুলো ভালো করে পরিষ্কার করবেন। পা মুছে লাগিয়ে নিন ময়েশ্চারাইজার।
২) সপ্তাহে দুইদিন পানির সঙ্গে আপেল সিডার ভিনেগার মিশিয়ে পা ডুবিয়ে রাখুন না। এটি পায়ের অতিরিক্ত ঘাম কমাবে।
৩) একই মোজা বেশি দিন ব্যবহার করবেন না। এক মোজা দুইদিন পরার পর ধুয়ে দিন।
৪) জুতাগুলোকে মাঝে মধ্যে রোদে দিন। মোজাও শুকাবেন কড়া রোদে।
৫) জুতার ভিতর পাউডার দিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নিন সপ্তাহে একবার।
৬) সবসময় সুতি মোজা ব্যবহার করুন।
৭) মোজা পরার আগে পায়ে সামান্য পাউডার ঘষে নিন। ডিওডোরেন্ট লাগালেও কাজ হবে।